বাংলাদেশের খবর

আপডেট : ১৪ মে ২০১৯

চৌদ্দগ্রামে ভ্রাম্যমাণ আদালত দেখে ব্যবসায়ী উধাও!

জরিমানা আদায়

চৌদ্দগ্রামের গুণবতী বাজারে মঙ্গলবার সবজি দোকানে বিক্রয়ের মূল্য তালিকা না থাকায় জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত ছবি : বাংলাদেশের খবর


কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি দেখে দোকান বন্ধ করে পালিয়ে যায় ব্যবসায়ীরা।

চৌদ্দগ্রামের গুণবতী বাজারে মঙ্গলবার দুপুরে এঘটনা ঘটে। এসময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি দেখে দোকান বন্ধ করে ব্যবসায়ী পালিয়ে যায়। এসময় ৬ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

মেয়াদহীন ঔষধ থাকায় মেসার্স ওয়ান ষ্টোর পোল্ট্রি কমপ্লেক্সের ১০ হাজার টাকা, মেসার্স আহমেদ মেডিকেল হলের ১০ হাজার টাকা, চড়া দামে মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীর ৫ হাজার টাকা, মুল্য তালিকা না থাকায় ভুঁইয়া রাইচ এজেন্সির ১ হাজার টাকা ও তিন সবজি দোকানের মালিকের ৫ হাজার টাকা জরিমানা করেন। 

উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ শহীদুল ইসলামের নেতৃত্বে প্রাণি সম্পদ কর্মকর্তা আজহার উল আলম ও স্যানেটারী এন্ড নিরাপদ খাদ্য পরিদর্শক হাবিবুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

এ সময় শেখ শহীদুল ইসলাম বলেন, ভোক্তাদের অধিকার আদায়ের লক্ষে ও রমজানে মানুষকে ভেজাল মুক্ত খাদ্যদ্রব্য ক্রয় এবং সঠিক মুল্যে প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে প্রতিটি দোকানে ক্রয়মুল্য ও বিক্রয় মুল্যের তালিকা থাকা আবশ্যক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১