বাংলাদেশের খবর

আপডেট : ১৫ মে ২০১৯

সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজে আগুন, নিহত ১


চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ (ভাঙার জন্য আনা) জাহাজে আগুন লাগার ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন।গুরুতর দগ্ধ হয়েছেন পাঁচ শ্রমিক।

বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়ার পশ্চিমে প্রিমিয়ার ট্রেড কর্পোরেশন ও মাহিনুর শীপ রিসাইক্লিন নামে শীপ ব্রেকিংয়ের মালিকানাধীন স্ক্র্রাপ জাহাজে এ দুর্ঘটনা ঘটেছে। 

নিহত রুবেল ওই ইয়ার্ডের কাটিং শ্রমিক ছিল। আর আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান,সীতাকুণ্ড থেকে অগ্নিদগ্ধবস্থায় ছয়জনকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা রুবেল নামের একজনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সুত্রে জানা গেছে,সকালে নূরুন্নবী মানিকের মালিকানাধীন স্ক্র্যাপ জাহাজের পাম্প রুমে কাজ করার সময় আগুন লেগে বিস্ফোরণ ঘটে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১