বাংলাদেশের খবর

আপডেট : ১৫ মে ২০১৯

বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা

বাম থেকে জিএম সিরাজ, অ্যাড. সাইফুল ইসলাম, ফজলুল বারী বেলাল ছবি : বাংলাদেশের খবর


বিলুপ্ত ঘোষনার দুই সপ্তাহ পর বুধবার বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজকে আহবায়ক এবং বগুড়া জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল এবং বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির সাধারণ সম্পাদক একেএম সাইফুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করা হয়েছে।

আজ বুধবার বিকেলে অ্যাড. একেএম সাইফুল ইসলাম বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেন। বুধবার সন্ধ্যার মধ্যেই বিএনপি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির সকল সদস্যের নাম প্রকাশ করা হবে বলে জানান তিনি।

বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠণ কেন্দ্রে পাঠানোর নির্দেশ এলে গত ২৯ এপ্রিল দুপুরে ভিপি সাইফুল ইসলামকে আহবায়ক ও জয়নাল আবেদীন চাঁনকে যুগ্ম আহবায়ক করে ৪৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। ওই আহবায়ক কমিটি বর্জন করেন জেলা বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা। একইদিন সন্ধ্যায় বগুড়া পৌর মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. একেএম মাহবুবর রহমানকে আহবায়ক ও সাবেক সহ সভাপতি ফজলুল বারী তালুকদার বেলালকে যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট পাল্টা আহবায়ক কমিটি ঘোষনা করে। বগুড়া বিএনপি কোন্দল ঠেকাতে গত ৪ মে কেন্দ্রীয় বিএনপি মেয়াদোত্তীর্ণ বগুড়া জেলা কমিটি বিলুপ্ত ঘোষনা করে। বিলুপ্ত ঘোষনা প্রায় দুই সপ্তাহ পর গতকাল বুধবার ৩১ সদস্য বিশিষ্ট বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করে কেন্দ্রীয় বিএনপি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১