বাংলাদেশের খবর

আপডেট : ১৫ মে ২০১৯

অস্ত্র ও গুলিসহ সিরাজগঞ্জ স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানু গ্রেফতার

সিরাজগঞ্জ স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানু ছবি : বাংলাদেশের খবর


সিরাজগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন সানুকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের বাঁশঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সানু পৌর এলাকার ধানবান্ধি মহল্লার বিষা শেখের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিস জানান, সানুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতার এড়াতে সে যমুনা নদীর চরে আত্মগোপন করেছিলো। রাতে শহর রক্ষা বাঁধের বাঁশঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ১৯০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। দুপুরে তাকে অস্ত্র ও মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন সানুকে গত শুক্রবার সাদা পোশাকে কয়েকজন লোক তাকে তুলে নিয়ে যায় বলে সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়। তার সন্ধান দাবীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে বিএনপির নেতাকর্মীরা। তার সন্ধান চেয়ে বিবৃতি দিয়েছিলেন বিএনপির সিনিয়ন যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১