বাংলাদেশের খবর

আপডেট : ১৫ মে ২০১৯

চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানে আগুন

পলাতক আসামীদের মালক্রোকের আদেশ ২৭ জুন

জেলা ও দায়রা জজ আদালত কুমিল্লা ছবি : বাংলাদেশের খবর


কুমিল্লার চৌদ্দগ্রামের হায়দার পুলে আগুন লাগিয়ে কাভার্ড ভ্যান পোড়ানো মামলায় আদালত হাজির না হওয়া ২৬ জন আসামির মালক্রোকের আদেশ জারির পরবর্তীর তারিখ আগামী ২৭ জুন ধার্য্য করা হয়েছে। একই সাথে বেগম খালেদা জিয়া অন্য মামলায় জেলে থাকায় আদালতে হাজির হতে না পারায় তার পক্ষে আইনজীবীগন সময় প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেন।

আজ বুধবার কুমিল্লা জেলা ও দায়রা আদালতের বিচারক মোহাম্মদ আলী আকবর এ আদেশ দেন। খালেদা জিয়া এ মামলায় হাইকোর্টের দেয়া জামিনে আছেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ জানুয়ারী সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার পাশে হায়দার পুল এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন লাগিয়ে ক্ষতিসাধন করার অভিযোগে চৌদ্দগ্রাম থানার এসআই নূরুজ্জামান হাওলাদার বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামী করে ৩২ জনের বিরুদ্ধে একটি নাশকতা মামলা দায়ের করেন। পরবর্তীতে এজাহার ও এজাহার বহিঃর্ভূত আরও কয়েকজনের মধ্যে মোট ২৬ জনের নামে আদালতে চার্জশীট দাখিল করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১