বাংলাদেশের খবর

আপডেট : ১৬ মে ২০১৯

টেকনাফে আটক মাদক পাচারকারী বন্দুকযুদ্ধে নিহত


টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ আটক মো. সিরাজ ওরফে সিরু (২৭) নামে এক মাদক পাচারকারী কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। নিহত সিরু সাবরাং ইউনিয়নের আছারবনিয়া গ্রামের ফজল আহমদের ছেলে।

গত‍কাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে সাবরাং ইউনিয়নের আছারবনিয়া এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল হতে দুইটি এলজি, ১২ রাউন্ড তাজা কার্তুজ ও ৮ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধে পুলিশ-বিজিবির ৪ সদস্য আহত হয়েছেন।

বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল ফয়সল হাসান খান সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সাবরাং আছারবনিয়া এলাকা হতে নিহত সিরাজকে ৫০ হাজার ইয়াবাসহ আটক করা হয়েছিল। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মিয়ানামার হতে ইয়াবার চালান আটকের জন্য বুধবার রাত সাড়ে ৮টার দিকে অভিযানে যায় পুলিশ ও বিজিবির যৌথ দল। এসময় ইয়াবা পাচারকারীরা যৌথ বাহিনীকে লক্ষ্য করা মাত্রই গুলি বর্ষণ করলে যৌথ বাহিনীও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। প্রায় ৫/৬ মিনিট গুলাগুলির পর ঘটনাস্থলে সিরাজের গুলিবিদ্ধ দেহ ও দুইটি অস্ত্র পাওয়া যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর কক্সবাজার প্রেরন করলে পথে তার মৃত্যু হয়।

এঘটনায় পুলিশ ও বিজিবির ৪ সদস্য আহত হয়েছে। আহতরা হচ্ছে পুলিশের কনস্টেবল আল ফারুক, হেলাল, বিজিবির সিপাহী জহিরুল ইসলাম ও রানা মিয়া।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১