বাংলাদেশের খবর

আপডেট : ১৬ মে ২০১৯

মহেশপুরে জমি দখল নিয়ে সংঘর্ষ : নিহত ১

নিহত জাহাঙ্গীর ছবি : বাংলাদেশের খবর


মহেশপুরের পল্লীতে খাস জমি দখল করাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। পুলিশ ২ জনকে আটক করেছে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় এই ঘটনা ঘটে। কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালা উদ্দিন এ বিষয়ে নিশ্চিত করেন।

এলাকাবাসী জানিয়েছে, আমির হোসেনের পরিবারের দখলে থাকা কয়েক শতাংশ খাস জমির উপর তার পুত্র জাহাঙ্গীর ও আলমগীর (৩৫)বিচালীর গাঁদা দেওয়ার সময় একই গ্রামের মকছেদ আলীর ছেলে মজিদের নেতৃত্বে কয়েকজন তাদের বাধা দেয়। এক পর্যায়ে মজিদ ও তার লোকজন জাহাঙ্গীরকে পিটাতে থাকে।এ সময় আলমগীর তার ভাইকে রক্ষা করতে গেলে মজিদ তার হাতে থাকা কোদাল দিয়ে তাকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালা উদ্দিন জানান, আমরা ঘটনাস্থলে আছি। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সাহেব আলী ও আব্দুল মজিদকে আটক করা হয়েছে।

পুলিশ নিহত আলমগীরের লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠিয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১