বাংলাদেশের খবর

আপডেট : ২১ মে ২০১৯

ঈশ্বরগঞ্জ উপজেলাকে ভিক্ষুক মুক্ত ঘোষণা


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলাকে ভিক্ষুক মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ভিক্ষুক পূর্ণবাসন কার্যক্রমের আওতায় সর্বশেষ উপজেলার ২৯ জন ভিক্ষুকদের মাঝে ১৭৪ টি মুরগি বিতরণ করা হয়।

আজ মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ঈশ্বরগঞ্জকে ভিক্ষুক মুক্ত ঘোষণার করতে প্রথমে জরিপ করে ৭২০ জন ভিক্ষুকে চিহ্নিত করে। এরপর ৬৯১ জনের মাঝে স্বাবলম্বী মূলক উপকরণ বিতরণ করা হয়।এর মধ্যে ৫৯১ জনকে হাঁস মুরগি, ৫০ জনকে সেলাই মেশিন, ১০ জনকে রিক্সা ও ৪০ জনকে  ভাতা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে রুমানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি তানিয়া মুন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান আকন্দ, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান শাহ জাহান ও শফিকুল ইসলাম।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১