বাংলাদেশের খবর

আপডেট : ২৩ মে ২০১৯

গ্যালাক্সি নোট টেনে থাকবে বড় ডিসপ্লে


স্যামসাং গ্যালাক্সি নোট ৯-এর চেয়ে আকারে বড় হবে গ্যালাক্সি নোট ১০। ফোনের পারফরম্যান্স তুলনা করার টেস্ট সাইট এইচটিএমএল৫-এ ফোনটি সম্পর্কে এ তথ্য পাওয়া গেছে।

গ্যালাক্সি নোট ১০-এ থাকবে ৬ দশমিক ৬৬ ইঞ্চি ডিসপ্লে। গ্যালাক্সি নোট ৯-এ ছিল ৬ দশমিক ৪ ইঞ্চি ডিসপ্লে। বডি টু স্ক্রিন রেশিওতেও থাকবে পার্থক্য। গ্যালাক্সি নোট ৯ এর অ্যাসপেক্ট রেশিও ১৮ দশমিক ৫:৯ ছিল। গ্যালাক্সি নোট ১০-এর অ্যাসপেক্ট রেশিও হবে ১৯:৯।

নোট ১০-এর ব্যাটারি ক্যাপাসিটিও বাড়ানো হবে। এতে থাকবে ৪৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। নোট ৯ এর ব্যাটারি শক্তি ছিল ৪১০০ মিলিঅ্যাম্পিয়ার।

দুটি ভিন্ন মডেলে ছাড়া হবে নোট ১০। ধারণা করা হচ্ছে, গ্যালাক্সি নোট ১০-এর ফাইভজি সংস্করণও আনবে স্যামসাং। ফোনটিতে কোনো ফিজিক্যাল বাটন থাকবে না বলে জানা গেছে। এর কোয়াড ক্যামেরা সেটআপটি থাকবে এস পেনে। স্যামসাংয়ের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি নোট ১০ বাজারে আসবে আগস্টে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১