বাংলাদেশের খবর

আপডেট : ২৫ মে ২০১৯

২৮ শতাংশ থেকে ৫৫ শতাংশ শুল্ক বৃদ্ধি

হিলি বন্দর দিয়ে তিনদিন ধরে চাল আমদানি বন্ধ

হিলি শুল্ক স্টেশন প্রতিনিধির পাঠানো ছবি


চাল আমদানিতে শুল্ক বৃদ্ধি করায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বন্ধ রয়েছে। শুল্ক বৃদ্ধির পর  এই বন্দর দিয়ে কোনো চালবাহী ট্রাক প্রবেশ করেনি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বুধবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে। যা বুধবার থেকেই তা কার্যকর হয়।

জানা গেছে, সরকার বুধবার চাল আমদানিতে ২৮ শতাংশ থেকে ৫৫ শতাংশ শুল্ক বৃদ্ধি করে। এরপর কোনো চাল আমদানি করেননি আমদানিকারকেরা। প্রতিদিন এ বন্দর দিয়ে গড়ে ১০ টি করে চালের ট্রাক প্রবেশ করলেও শুল্ক বৃদ্ধির কারণে এক ট্রাকও চাল আসেনি। ফলে চলতি মৌসুমে বোরো চাষিরা এ সুফল পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আমদানিকারক মোস্তাক হোসেন মাষ্টার জানান, চাল আমদানিতে শুল্ক দ্বিগুণ করায় প্রতিকেজি চলের দাম পড়বে প্রকারভেদে ৪৫ থেকে ৪৮ টাকা। এতে চাল আমদনি করলে লোকসান গুণতে হবে। তাই চাল আমদানি করা বন্ধ রেখেছি।    

হিলি কাস্টমস এর রাজস্ব কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, মে মাসের ২২ তারিখ পর্যন্ত এ বন্দর দিয়ে চাল আমদানি হয়েছে ৬ হাজার ৩৪৪ মেট্রিক টন। কিন্তু চাল আমদানিতে শুল্কায়ন বৃদ্ধির কারণে গত তিনদিন ধরে কোন চাল আমদানি করেনি আমদানিকারকেরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১