বাংলাদেশের খবর

আপডেট : ২৫ মে ২০১৯

বান্দরবানে আ.লীগ নেতার লাশ উদ্ধার

আওয়ামী লীগের মানববন্ধন ও লাশ উদ্ধারের একাংশ ছবি ছবি : বাংলাদেশের খবর


বান্দরবানে বান্দরবানে আওয়ামী লীগ পৌর শাখার সহ-সভাপতি চথোয়াইমং মারমার লাশ উদ্ধার করে পুলিশ। 

আজ শনিবার (২৫ মে) দুপুর ১ টায় পুলিশ খবর পেয়ে চথোয়াইমং মারমার লাশ উদ্ধার করেছে। গত দুদিন আগে সন্ত্রাসীরা উজি হেডম্যান পাড়া এলাকায় নিজ খামার বাড়ি থেকে অপহরণের ৭২ ঘন্টার পর কুহালং ইউনিয়নের শিলক আগার পাড়া এলাকায় তার লাশ সন্ধান পাওয়া যায়। 

অপরদিকে চথোয়াইমং মারমাকে জীবিত উদ্ধারে বান্দরবান প্রেসক্লাবের সামনে আওয়ামী লীগ মানববন্ধন করেছে। এ মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামী লীগ নেতারা সন্ত্রসীদের প্রতি চথোয়াইমং মারমাকে জীবিত ছেড়ে দেয়ার আহবান জানান।

এ সময় প্রশাসনের প্রতি চথোয়াইমং মারমাকে জীবিত উদ্ধারের সহযোগিতা কামনা করেন। আওয়ামী লীগ নেতা চথোয়াইমং মারমাকে জীবিত ছেড়ে না দিলে সন্ত্রসীদের বিরুদ্ধে আন্দোলনের হুশিয়ারী দেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এলাকাবাসীরা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে চথোয়াইমং মারমা লাশ উদ্ধার করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১