বাংলাদেশের খবর

আপডেট : ২৭ মে ২০১৯

গ্যালাক্সি ফোল্ডের অগ্রিম বুকিং বাতিল


স্যামসাংয়ের ভাঁজ করা স্মার্টফোন গ্যালাক্সি ফোল্ডের অগ্রিম বুকিং বাতিল করেছে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান বেস্ট বাই।

বৃহস্পতিবার তারা গ্যালাক্সি ফোল্ডের অগ্রিম বুকিং দেওয়া ক্রেতাদের কাছে একটি মেইল পাঠায়। সেখানে জানানো হয়, ফেব্রুয়ারিতে উন্মোচন করা বহুল প্রতীক্ষিত ফোন গ্যালাক্সি ফোল্ড রিভিউয়ারদের কাছে থাকতেই ভাঙতে শুরু করে। এতে এপ্রিলে ফোনটি বাজারে আনতে পারেনি স্যামসাং। এখন পর্যন্ত স্যামসাং জানাতে পারেনি কবে নাগাদ ২ হাজার ডলার দামের ফোনটি বাজারে আসবে। নির্দিষ্ট করে কোনো দিন তারিখ না জানানোতে আমরা গ্যালাক্সি ফোল্ডের সব প্রি-অর্ডার বাতিল করছি।

প্রি-অর্ডার বাতিল করার বিষয়ে স্যামসাং এক বিবৃতিতে জানায়, ক্রেতাদের হাতে গ্যালাক্সি ফোল্ড তুলে দিতে বেস্ট বাইসহ ফোন সরবরাহকারী সব পার্টনারের সঙ্গে তারা কাজ করে যাচ্ছে। বেস্ট বাই থেকে প্রি-অর্ডার বাতিল করার নোটিশ পেয়েছেন ক্রেতারা। তবে চাইলে গ্যালাক্সি ফোল্ড বাজারে আসার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাওয়ার অপশনও চালু করতে পারেন তারা। কয়েক সপ্তাহের মধ্যেই গ্যালাক্সি ফোল্ড বাজারে আনার নতুন দিন তারিখ ঘোষণা করা হবে।

গত এপ্রিলে গ্যালাক্সি ফোল্ড বাজারে আসার আগে সেটি রিভিউ করতে গিয়ে অনেক রিভিউয়ারই জানান, স্ক্রিন প্রোটেক্টর খোলার ফলে ডিভাইসটির স্ক্রিন ভেঙে যাচ্ছে। রিভিউয়ারদের কাছ থেকে নেতিবাচক রিভিউ আসার পর ফোনটি আর বাজারে আনেনি স্যামসাং।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১