বাংলাদেশের খবর

আপডেট : ২৭ মে ২০১৯

বরগুনায় লোকবেতারের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দেশের সর্বপ্রথম কমিউনিটি রেডিও লোকবেতারের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কবীর মাহমুদ ছবি : বাংলাদেশের খবর


বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ সোমবার বাংলাদেশের প্রথম কমিনিউটি রেডিও লোকবেতারের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনার জেলা প্রশাসক কবীর মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম, বরগুনা প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন শীল, লোকবেতার পরিচালনা কমিটির সদস্য আবদুল খালেক, কাজী শেলিনা হোসেন ও বাবুল সাহা। সভাপতিত্ব করেন লোকবেতারের স্টেশন ম্যানেজার ও লোকবেতার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল। সকালে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। শিশুক্লাবের আয়োজনে প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠা বার্ষিকীর পত্রিকা “শিশুকন্ঠ”। পরে করা হয়েছে আনন্দ আড্ডা। বাংলাদেশ সরকারের অনুমতি ও লাইসেন্স প্রাপ্তির পরে ২০১১ সালের ২৭ মে লোকবেতারের সম্প্রচার শুরু হয়। এটিই হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম সম্প্রচার শুরু করা কমিউনিটি রেডিও।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১