বাংলাদেশের খবর

আপডেট : ২৭ মে ২০১৯

ভূঞাপুরে ভেজাল খাদ্য বিরোধী অভিযান

ভ্রাম্যমান আদালত ভেজাল খাদ্য ও ভেজাল পণ্য বিরোধী অভিযান পরিচালনা করেন। ছবি : বাংলাদেশের খবর


আব্দুল লতিফ তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে পৌরশহরে বিভিন্ন দোকানগুলোতে ভেজাল খাদ্য ও ভেজাল পণ্য বিরোধী ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা শুরু করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৭ ই মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মো. আসলাম হোসাইন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মো. আসলাম হোসাইন জানান, রমজানের শুরু থেকে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করার কথা থাকলেও বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে ভূঞাপুর পৌর বাজারে অসাধু ব্যবসায়ী ও ভেজাল খাদ্য বিরোধী অভিযান পরিচালনা করেন ও ব্যবসায়ীদের ভেজাল খাদ্য ও পণ্য না রাখার সতর্কতা করেন।

তিনি আরো জানান, অভিযান পরিচালনা কালে কোনো দোকানে ভেজাল খাদ্য ও পণ্য পাওয়া যায়নি এবং সেই সাথে এ ভেজাল খাদ্য বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১