বাংলাদেশের খবর

আপডেট : ৩০ মে ২০১৯

সিরাজগঞ্জে ৬৬৫ বস্তা সরকারি চাল জব্দ


পাবনার ভাংগুড়া এলএসডি গোডাউন থেকে এনে সিরাজগঞ্জে কালোবাজারে বিক্রির সময় ৬৬৫ বস্তা সরকারি চাল জব্দ করেছে সদর উপজেলা প্রশাসন। বুধবার গভীর রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বারাকান্দি জননী রাইস মিলের সামনে অভিযান চালিয়ে ওই চাল জব্দ করা হয়।

এ ব্যাপারে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান জানান, ভাঙ্গুড়া এলএসডি গোডাউন থেকে সরকারি চাল সিরাজগঞ্জে বিক্রির উদ্দেশ্যে ট্রাকযোগে আনা হচ্ছিল।এ খবর পেয়ে বুধবার গভীর রাতে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের বারাকান্দি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জননী রাইস মিলের পাশে একটি ট্রাক থেকে ৬৬৫ বস্তা সরকারি চাল জব্দ করা হয়।

সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মিজানুর রহমান জানান, জব্দকৃত চাল পাবনা জেলার ভাঙ্গুড়া এলএসডি গোডাউন থেকে অনুমোদিত ঠিকাদার আবুল কাশেমের মাধ্যমে চাটমোহর এলএসডি গোডাউনে পৌঁছে দেওয়ার কথা ছিল।কিন্তু ঠিকাদার বিক্রির উদ্দেশ্যে চালসহ ট্রাকটিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বারাকান্দি এলাকায় জননী রাইস মিলে নিয়ে আসে।

পাবনা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয় ওই ঠিকাদারের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১