বাংলাদেশের খবর

আপডেট : ৩০ মে ২০১৯

ঢাবির প্রশ্নফাঁস: ১২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেবে সিআইডি


বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৮৭ শিক্ষার্থীসহ ১২৫ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।  খুব শিগগিরই আদালতে চার্জশিট জমা দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার মালিবাগের সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত আইজি মোহাম্মাদ শফিকুল ইসলাম।

তিনি  বলেন, ‘দেড় বছর তদন্ত শেষে ৮৭ জন ঢাবির শিক্ষার্থীসহ ১২৫ জনের বিরুদ্ধে চার্জ শিট তৈরি করেছে সিআইডি। যদি তাদের ঠিকানা এবং নাম সঠিক পাওয়া যায় তাহলে সম্পূরক চার্জ শিট দেয়া হবে।’

সিআইডি প্রধান বলেন, প্রশ্নপত্র ফাঁস চেষ্টা প্রতিরোধে সিআইডির অধিনে একটি সুসংগঠিত ক্রাইম ইউনিটের বিশেষ টিম কাজ করছে।

তিনি বলেন, ‘দেড় বছরের তদন্তে আমরা প্রশ্ন ফাঁস এবং ডিজিটাল জালিয়াত চক্রকে চিহ্নিত করতে পেরেছি।’

বিশেষ দল ইতিমধ্যেই মাস্টারমাইন্ড বিকেএসপির সাবেক সহকারী পরিচালক আলিপ কুমার বিশ্বাস এবং রিংলিডার ইব্রাহীম, মোস্তফা কামাল, হাফিজুর রহমান হাফিজ ও তাজুল ইসলামসহ ৪৭ জনকে গ্রেপ্তার করেছে।

সিআইডি প্রধান বলেন, তাদের মধ্যে ৪৬ জন ইতিমধ্যেই ম্যাজিস্ট্রেটের কাছে দায় স্বীকার করে জবানবন্দী দিয়েছেন।

শফিকুল ইসলাম বলেন, ২০১৭ সালের ১৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলে অভিযান চালায় সিআইডি। সেখানে থেকে মামুন ও রানা নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সিআইডি পরের দিন পরীক্ষা কেন্দ্র থেকে একজন ভর্তি পরীক্ষার্থীকে গ্রেপ্তার করে। একই বছরের ২০ অক্টোবর শাহবাগ থানায় একটি মামলা হয়।

তিনি বলেন, তদন্তের সময় এটা জানা যায় যে, প্রশ্ন ফাঁস চক্র পরীক্ষা শুরুর আগে প্রিন্টিং প্রেস থেকে প্রশ্ন সংগ্রহ করতো। পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগে সিন্ডিকেটের অন্য সদস্যরা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রশ্নের উত্তর সরবরাহ করতো।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে ডিআইজি শাহ আলম, ডিআইজি ইমতিয়াজ আহমেদ এবং এসএস মোল্লা নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১