বাংলাদেশের খবর

আপডেট : ৩১ মে ২০১৯

বগুড়ার শিবগঞ্জে ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

ডাকাতির প্রস্তুতিকালৈ বগুড়ার শিবগঞ্জ আমতলী ব্রীজের নিকট থেকে গলিবিদ্ধ ২ ডাকাতসহ ৬জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ছবি : বাংলাদেশের খবর


বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ডাকাতদলের সঙ্গে ডিবি পুলিশের গুলিবিনিময় হয়েছে। এসময় ডাকাত দলের মোট ৬জন সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ডাকাত সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গুলিবিদ্ধ সদস্যরা হলেন : রমজান আলী(৪৫) ও আব্দুর রাজ্জাক(৩৮)।

গ্রেফতারকৃত অপর ৪ জন হলো : আব্দুল করিম (৩৮), মুক্তার হোসেন (৩০), রায়হানকে (৩৫) ও ইউসুফ আলী (৩৬)। গ্রেফতারকৃতদের থেকে পুলিশ একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ, ২টি চাপাতি এবং গ্রীল কাটার যন্ত্র উদ্ধার করেছে।

গোয়েন্দা পুলিশের ওসি আসলাম আলী জানান, বৃহস্পতিবার রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার আমতলী ব্রিজের নিকট আন্তঃ জেলা ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ডিবি পুলিশের একটি টিম রাত সোয়া ১২ টায় সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা গুলি করলে পুলিশও পাল্টা ১২ রাউন্ড গুলি চালায়। এতে কাহালু উপজেলার ভুগইল পশ্চিমপাড়ার রমজান আলী ও শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর এলকার আব্দুর রাজ্জাক পায়ে গুলিবিদ্ধ হয়।এসময় পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের অপর ৪ সদস্যকে গ্রেফতার করে।পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নওগাঁ, বগুড়ার বিভিন্ন এলাকা ও দিনাজপুর সহ বিভিন্ন স্থানে ডাকাতি ও হত্যা সহ অন্যান্য মামলা রয়েছে। এদের বাড়ি বগুড়ার কাহালু, শিবগঞ্জ ও গাইবান্ধার পলাশবাড়ি এলাকায় বলে পুলিশ জানায়। এঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

গুলিবিদ্ধ ২ ডাকাত সদস্যকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১