বাংলাদেশের খবর

আপডেট : ০২ জুন ২০১৯

ঈদকে সামনে রেখে সুন্দরবনে রেড অ্যালার্ট জারি


আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সুন্দরবনের বন্যপ্রানীসহ প্রাণ-প্রকৃতি রক্ষা ও পর্যটকদের ঢল সামাল দিতে সর্বোচ্চ সর্তকতা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে বন বিভাগ।  এই সতর্কতা ঈদের সরকারী ছুটির শেষ দিন পর্যন্ত বহাল থাকবে।  এছাড়া সুন্দরবনের সকল কর্মকর্তা ও বনরক্ষীদের ঈদের ছুটি সীমিত করা হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান রোববার বিকালে এই তথ্য নিশ্চিত করেছে।

তিনি জানান, দেশের সমগ্র বনাঞ্চলের অর্ধেকের বেশী হচ্ছে সুন্দরবনের। ‘১৮৭৫ সাল থেকে সংরক্ষিত’ সুন্দরবনের আয়তন হচ্ছে ৬ হাজার ১৭ বর্গ কিলোমিটার।  বিশ্ব ঐতিহ্য এলাকা (ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট) সংরক্ষিত সুন্দরবন প্রাণ-প্রকৃতির আধার। এই বনে সুন্দরী, গেওয়া গরান, পশুরসহ ৩৩৪ প্রজাতির উদ্ভিদসহ রয়েল বেঙ্গল টাইগার, চিত্রল ও মায়াবী হরিণ, কিং-কোবরাসহ প্রায় ১০০ প্রজাতির স্তান্যপায়ী ও সরিসৃপ, ৮ প্রজাতির উভচরসহ ৩২০ প্রজাতির বন্যপ্রানীর বসবাস।

নদীতে রয়েছে বিশ্বের বিলুপ্তপ্রায় প্রজাতির ইরাবতীসহ ৬ প্রজাতির ডলফিন, লবণ পানির কুমির।

মৎস্য ভাণ্ডার হিসেবে খ্যাত সুন্দরবনের নদ-নদী ও খালে রয়েছে রূপালী ইলিশ, বিভিন্ন প্রজাতির চিংড়িসহ মিঠা ও লবণ পানির ৪০০ প্রজাতির মাছ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১