বাংলাদেশের খবর

আপডেট : ১০ জুন ২০১৯

ফরিদগঞ্জে ডাকাতিয়া নদীর রক্ষার দাবিতে মানববন্ধন


চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া এককালের প্রমত্তা বর্তমানে মরা ডাকাতিয়া নদীকে দখল ও দূষণমুক্ত করতে মানববন্ধন করেছে স্থানীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। আজ সোমবার দুপুরে উপজেলা সদরে স্বেচ্ছা রক্তদানকারী সংগঠন অর্নিবাণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ফরিদগঞ্জ উপজেলার উপর দিয়ে ডাকাতিয়া নদীটির ৬০ কিলোমিটার অংশ বয়ে গেছে। কিন্তু প্রায় গত এক দশক ধরে নদীটি দখলে ও দূষণে অস্তিত্ব বিলীন হওয়ার পথে। ফরিদগঞ্জ উপজেলা সদরের বাজারের বর্জ্য নদীর মধ্যে ফেলায় পুরো এলাকা দূষণে ও দূর্গন্ধে ভরে গেছে। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচী।

কর্তৃপক্ষ ডাকাতিয়া নদী বাঁচাতে ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরো বড় কর্মসুচী দেওয়া হবে বলেও জানায় বক্তারা।

অনির্বানের সভাপতি নুরুল করিম ফরিদের সভাপতিত্বে ও কথা শিল্পী রাসেল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ এ আর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, চাঁদপুর জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাবেক জেলা ছাত্র লীগের সহসম্পাদক মনির হোসেন, বাজার ব্যবসায়ী মিজানুর রহমান, সাংবাদিক আনিছুর রহমান সুজন, শেখ ফরিদ, মাহবুবুর রহমান , মশিউর রহমান জুয়েল পাঠান, তানভীর হোসেন, মুন্না, এমরান হোসেন, রাখাল দাস প্রমুখ।  


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১