বাংলাদেশের খবর

আপডেট : ১১ জুন ২০১৯

তৌসিফ-তিশার কটনবাড


রাজধানীর একটি ইলেকট্রনিকস শপের সেলসম্যান মাজিদ। কটনবাড দিয়ে কান চুলকানোর দায়ে জীবনটা অতিষ্ঠ হয়ে উঠেছে তার। প্রেমিকা বারবার আল্টিমেটাম দিচ্ছে রিলেশন ব্রেকআপের জন্য। দোকানে টিভি ফ্রিজ কিনতে এসে মাজিদের কান চুলকানি দেখে উল্টো পথ দেখছে কাস্টমার। গল্পটা এমনই। এই গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘কটনবাড’।

এতে মজিদ চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। আর তার প্রেমিকার চরিত্রে তানজিন তিশা। দয়াল সাহার চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা ইউসুফ চৌধুরী। ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং হয় কটনবাডের।

অভিনয় প্রসঙ্গে তৌসিফ মাহবুব বলেন, একজন মানুষের একটি ‘অভ্যাসকে কেন্দ্র আবর্তিত হয়েছে নাটকটির গল্প। এ অভ্যাসের কারণে নানা ধরনের সমস্যায় পড়তে হয় তাকে। এমন বদভ্যাসের  অনেক গল্পই আমাদের চারপাশে রয়েছে। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে। তানজিন তিশাও নাটকটি নিয়ে আশার গল্প শোনালেন। তিনি বলেন, গল্পটি চমৎকার। এমন গল্পের নাটক দর্শকরা পছন্দ করেন। এটিও দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিকুল কুমার মন্ডল, মনিরা মিঠু, সিয়াম নাসিরসহ আরো অনেকে। ঈদের সপ্তম দিন আজ বাংলাভিশনে বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে নাটকটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১