বাংলাদেশের খবর

আপডেট : ১২ জুন ২০১৯

তালতলী থানার ওসি প্রত্যাহার

বরগুনা ম্যাপ


বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় কে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন প্রত্যাহারের এই আদেশ দেয়। জানা যায়, আগামী ১৮ জুন তালতলী উপজেলা পরিষদ নির্বাচন ।
নির্বাচন শুরুর পর থেকেই তালতলী থানার ওসি এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর পক্ষপাতিত্ব করেন। এমন অভিযোগ এনে গত মাসের ২৭ তারিখে আ’লীগ মনোনীত প্রার্থী রেজবি-উল-কবির জোমাদ্দার নির্বাচন কমিশন সচিবালয় আবেদন করেন।ওই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন ওসি পুলক চন্দ্র রায়কে প্রত্যাহার করে নেয়।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা দীলিপ কুমার বলেন এবিষয়ে আমরা কিছু জানিনা।

তালতলী থানা সূত্রে জানা যায় রাতেই বরগুনা পুলিশ সুপারের কার্যালয় যাবেন ওসি পুলক চন্দ্র রায় ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১