বাংলাদেশের খবর

আপডেট : ১৬ জুন ২০১৯

ভারতে দাবদাহে ৪০ জনের মুত্যু


ভারতের বিহারে তীব্র দাবদাহে ৪০ জনের বেশি মানুষের মুত্যু হয়েছে। রাজ্যটিতে সর্বোচ্চ ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার কেবল আওরঙ্গবাদেই মৃত্যু হয়েছে ২৭ জনের। এছাড়া গয়া ও নাওয়াদা জেলায় অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে। আওরঙ্গবাদের একটি সরকারি হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, যারা মারা গেছেন তাদের সবাই উচ্চ-তাপমাত্রার কারণে তীব্র জ্বরে ভুগছিলেন।

পাশাপাশি হিট স্ট্রোকে গয়ায় ১২ জনের মৃত্যু হয়েছে। এখন রাজ্যের বিভিন্ন হাসপাতালে অনেকে চিকিৎসাধীন থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এরইমধ্যে এসব মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। একইসঙ্গে মৃতদের পরিবারকে ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১