বাংলাদেশের খবর

আপডেট : ১৭ জুন ২০১৯

বাগেরহাটে বিষপানে গৃহবধুর আত্মহত্যা

গৃহবধু সাথী বেগম ছবি : বাংলাদেশের খবর


বাগেরহাট স্বামী ও শশুর পরিবারের অত্যাচার সইতে না পেরে সাথী বেগম (২১) নামের গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে।

আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।  বাগেরহাট মডেল থানা পুলিশ লাশের সুরতহাল তৈরী করে এবং থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করে।

জানা গেছে, স্বামী সংসারে অশান্তির কারনে সাথী বিষপান করেছে। লাশের সুরতহাল তৈরীকারী বাগেরহাট মডেল থানার এসআই রেজাউল করিম বলেন, হাসপাতালের খবরের ভিত্তিতে লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। কি কারনে এ ঘটনা হয়েছে তার তদন্ত করা হচ্ছে। 

বাগেরহাট সদর হাসপাতাল সুত্র জানায়, যাত্রাপুর এলাকার মনির সেখের স্ত্রী সাথী বেগমকে বিষপান অবস্থায় সকালে তার স্বামী পরিবার হাসপাতালে এনে সটকে পড়ে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং থানা পুলিশে রিপোর্ট দেয়। এ ঘটনায় প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১