বাংলাদেশের খবর

আপডেট : ১৮ জুন ২০১৯

গ্যাটকো মামলার পরবর্তী শুনানী ১৫ জুলাই


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো দুর্নীতির মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ জুলাই।

আজ মঙ্গলবার বেলা ১১টায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে বিচারপতি আবু সৈয়দ দিলদার হোসেন এই আদেশ দেন।

উভয়পক্ষের আইনজীবিদের যুক্তিতর্ক শেষে আসামীপক্ষের আইনজীবিদের আবেদনের প্রেক্ষিতে আদালত এই মামলার পরবর্তী শুনানীর তারিখ আগামী মাসের ১৫ তারিখে ধার্য করেন।

আসামিদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশারফ হোসেন, লুৎফুল কবীর, কমডোর জুলফিকার আলী, এস এম শাহাদাৎ হোসেন, এ এম সানোয়ার হোসেন,সৈয়দ গালিব আহমেদ,সৈয়দ তানভির আহমেদ, একে এম মুসা কাজল, মিসেস জাহানারা আনসার, ,একেএম রশিদ উদ্দিন আহমেদ, ও জুলফিকার হায়দার চৌধুরীসহ ১১ জন উপস্থিত ছিলেন।

মামলার প্রধান আসামী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন থাকার কারনে তিনি আদালতে হাজির হতে পারেননি।

এই জন্য তার আইনজীবি অ্যাডভোকেট মাসুদ রানার নেতৃত্বে অন্যান্য আইনজীবিরা আদালতের কাছে সময়ের আবেদন করেন।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১