বাংলাদেশের খবর

আপডেট : ১৮ জুন ২০১৯

গাছে পেরেক মেরে বিজ্ঞাপন ঝোলালে ব্যবস্থা: ডিএনসিসি মেয়র

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম সংগৃহীত ছবি


দেয়াল লিখন ও গাছে পেরেক মেরে বিজ্ঞাপন ঝোলালে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

আজ মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘শিশুবান্ধব নগর-২০১৯’ সম্মেলনে তিনি এ কথা বলেন। সম্মেলনের আয়োজন করে সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স (বিআইপি) ও সি অ্যান্ড এ ফাউন্ডেশন।

ডিএনসিসি মেয়র বলেন, পরিচ্ছন্ন নগরী গড়তে দেয়ালে কেউ কিছু লিখলে বা গাছে পেরেক মেরে বিজ্ঞাপন দিলে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হবে। ডিএনসিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তাকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মেয়র আতিকুল ইসলাম আরও বলেন, শিশুবান্ধব নগর গড়তে ‘নগর’ নামে একটি মোবাইল অ্যাপ ব্যবহার করা হবে। যার মাধ্যমে ট্র্যাকিং করে শিশুসহ প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১