বাংলাদেশের খবর

আপডেট : ২০ জুন ২০১৯

জাতিসংঘ মহাসচিবের পদত্যাগ চাইলো রোহিঙ্গা সংগঠন


জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের পদত্যাগ চেয়েছে রোহিঙ্গাদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন  ফ্রি রোহিঙ্গা কোয়ালিশন (এফআরসি)। মূলত রোহিঙ্গাদের গণহত্যার বিষয়টি আমলে নিতে ‘পদ্ধতিগত ব্যর্থতার’ কারণে এ দাবি জানালো তারা।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদলু এজেন্সি এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার এফআরসি এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও মিয়ানমারে জাতিসংঘের সাবেক আবাসিক সমন্বয়ক রেনেটা লক দেসালিনের পদত্যাগ দাবি করে।

গত মে মাসে রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘের একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে রোহিঙ্গাদের অধিকার সংরক্ষণে জাতিসংঘের ‘পদ্ধতিগত ব্যর্থতার’ বিষয়টি স্বীকার করে নেয়া হয়। ৩৬ পৃষ্ঠার এই প্রতিবেদনটি তৈরি করেন গুয়েতেমালার সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের কূটনীতিক গার্ট রোসেনটাল।

এই প্রতিবেদনটি সামনে আসার পরই অ্যান্তোনিও গুতেরেস ও রেনেটা লক দেসালিনের পদত্যাগ চেয়েছে এফআরসি। সংগঠনটি জানায়, জাতিসংঘ মহাসচিব এবং তার অন্যান্য সহযোগীরা রোহিঙ্গাদের বর্তমান অবস্থার জন্য দায়ী। তারা কোনোভাবেই এ দায় এড়াতে পারে না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১