বাংলাদেশের খবর

আপডেট : ২০ জুন ২০১৯

নরসিংদীতে প্রি-পেইড মিটার বন্ধের দাবীতে মানববন্ধন


নরসিংদীতে পল্লীবিদ্যুৎ সমিতি কর্তৃক নতুন প্রি-পেইড মিটার স্থাপনে নানা হয়রানী,অনিয়ম, মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে জেলার সর্বস্তরের মানুষ। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পযন্ত শহরের নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর কার্যালয় সংলগ্ন শালিধা এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় ঢাকা-নরসিংদী সড়কের দুই পাশে শতশত নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেয়। তারা এই প্রি-পেইড মিটারকে রাক্ষুসী মিটার বলে অভিহিত করে।

মানববন্ধনে বক্তারা প্রি-পেইড মিটারের নানা অসঙ্গতি ও অনিয়ম ও হয়রানীর কথা সবার কাছে তুলে ধরেন।তারা সরকারের কাছে অতিস্বত্ত্বর এই প্রি-পেইড মিটার লাগানো বন্ধের আহবান জানান। অন্যথায় ভবিষ্যতে আরো কঠোর কর্মসুচির ডাক দেয়া হবে বলেও জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন চর আড়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার, সাবেক ওয়ার্ড কমিশনার মোবারক হোসেন, মুক্তিযোদ্ধা মোবারক হোসেন ভূইয়া, জিয়াউদ্দিন জিয়া, কাইয়ুম প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১