বাংলাদেশের খবর

আপডেট : ২৩ জুন ২০১৯

নিত্যপণ্য নতুন ভ্যাট আইনের বাইরে রাখুন: ক্যাব


গরিব মানুষের স্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্য নতুন ভ্যাট আইনের আওতার বাইরে রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

লিখিত বক্তব্যে ক্যাব সভাপতি গোলাম রহমান বলেন, সরকার ২০১৯-২০ অর্থবছরে ভ্যাট আইন-২০১২ বাস্তবায়ন করার পদক্ষেপ নিয়েছে। ‘সমন্বিত ১৫ শতাংশ ছাড়াও ৫, সাড়ে ৭ ও ১০ শতাংশ কর আরোপের বিধান রয়েছে, যা ভোক্তাদের বাড়তি কর পরিশোধে বাধ্য করবে।’

এছাড়া, ভোজ্য তেলসহ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যে ভ্যাট প্রস্তাব করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এর ফলে এসবের দাম বাড়বে। আমরা আশা করি সরকার সংসদে আলোচনার পর নিত্যপ্রয়োজনীয় পণ্য ভ্যাট আইনের আওতার বাইরে রাখবে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১