বাংলাদেশের খবর

আপডেট : ২৩ জুন ২০১৯

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আলেম সমাজকে সতর্ক থাকার আহ্বান


বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত করতে দেশী-বিদেশী চক্রান্ত বিদ্যমান। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আলেম সমাজসহ দেশ প্রেমিক নাগরিকদের সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলাম প্রচার পরিষদের সভাপতি মুফতি আবুবকর সিদ্দীক আদদাঈ।

আজ রোববার বিকাল ৪ টায় সংগঠনের উদ্যোগে ‘ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ঈদ পুণর্মিলনী’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজধানীর বায়তুল ফালাহ জামে মসজিদের খতিব আল্লামা নূরুল ইসলাম কাসেমী, সাংস্কৃতিক বিভাগের চেয়ারম্যান ক্বারী মাওলানা খন্দকার শহীদুল হক, আইন সম্পাদক অ্যাডভোকেট মাওলানা আব্দুর রাজ্জাক, মানবকল্যাণ বিভাগের ভাইস চেয়ারম্যান শাহ মুহাম্মাদ ফরিদ হাসান খান, সেক্রেটারী শিল্পপতি মোসাদ্দেক হোসেন, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ সিরাজী ও অর্থ সম্পাদক মাওলানা ওমর ফারুক রাহমানী প্রমুখ।

সভাপতির বক্তব্যে পলাশী প্রসঙ্গে আবুবকর আদদাঈ আরও বলেন ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর আ¤্রকাননে নবাব সিরাজউদদৌলার পরাজয়ের মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয় আর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মাধ্যমে তা পূণঃরুদ্ধার হয়। আজো বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত করতে দেশী-বিদেশী চক্রান্ত বিদ্যমান। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আলেম সমাজসহ দেশ প্রেমিক নাগরিকদের সতর্ক থাকতে উদাত্ত আহ্বান জানাচ্ছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১