বাংলাদেশের খবর

আপডেট : ২৩ জুন ২০১৯

ভিক্টোরিয়ায় প্রবাসী চিকিৎসকদের এজিএম সম্পন্ন


বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব ভিক্টোরিয়ার (বিএমএসভি) বার্ষিক সাধারণ সভা ও বৈজ্ঞানিক সেমিনার গত ১৫ জুন দেশটির নারে ওয়ারেন এলাকার বুনজিল প্যালেসে সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী জেনি মিকাকোস।

সকালে বৈজ্ঞানিক সেমিনারের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সেমিনারে চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন শাখার বিশেষজ্ঞরা অংশ নেন। এ সময় বিশেষজ্ঞরা বিএমএসভি-এর কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

এজিএমে দেশটির স্বাস্থ্যমন্ত্রী মিকাকোস বাংলাদেশি চিকিৎসকদের প্রশংসা করে বলেন, ভিক্টোরিয়ার স্বাস্থ্যসেবা ও সমাজকল্যাণ প্রক্রিয়ার সঙ্গে প্রায় আটশ বাংলাদেশি ডাক্তার জড়িত। স্বল্পসংখ্যক বাংলাদেশি কমিউনিটির প্রেক্ষাপটে এতো সংখ্যক চিকিৎসক থাকা বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার।

অনুষ্ঠানে চিকিৎসক শোয়েব আহমেদ, ডাক্তার টনি আমিন, ডাক্তার নাজমুল হক এবং ডাক্তার আইনুল হাসান বক্তব্য রাখেন।

পরে নির্বাচর কমিশন ২০১৯-২০ অর্থবছরের জন্য বিএমএসভি-র নতুন কমিটির নাম ঘোষণা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১