বাংলাদেশের খবর

আপডেট : ২৩ জুন ২০১৯

প্রশ্নপত্রফাঁস

ঢাবিরর ৮৭ শিক্ষার্থীসহ ১২৫ জনের বিরুদ্ধে অভিযোগত্র

ঢাকা বিশ্ববিদ্যালয়


ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ৮৭ শিক্ষার্থীসহ ১২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে সিআইডি।

আজ রোববার দুপুরে ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র এএসপি সুমন কুমার দাস এই অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় অভিযুক্ত মূল হোতা অলিপ কুমার বিশ্বাসসহ অভিযুক্তদের মধ্যে ৪৭ জনকে বিভিন্ন সময় গ্রেপ্তার করে সিআইডি। যার মধ্যে ৪৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি ৭৮ আসামি পলাতক রয়েছেন।

২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ওই বছরের ২০ অক্টোবর শাহবাগ থানায় মামলাটি করা হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি হলে অভিযান চালিয়ে মহিউদ্দিন রানা ও আব্দুল্লাহ আল মামুন নামের দুজন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে সিআইডি। এছাড়া গত বছরের জানুয়ারিতে প্রশ্নফাঁস ও ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১