বাংলাদেশের খবর

আপডেট : ২৪ জুন ২০১৯

সবাই সচেতন হলে দুর্নীতি প্রতিরোধ সম্ভব: দুদক কমিশনার


সবাই সচেতন হলে সমাজ থেকে দুর্নীতি পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম।

এ ছাড়া কেউ কোনো কাজ করার নামে টাকা দাবী করলে সরাসারি ১০৬ কল করে তার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। তিনি।

আজ সোমবার নেত্রকোণার দুর্গাপুরে জেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আয়োজিত এক গণশুনানি এসব কথা বলেন তিনি।

এ এফ এম আমিনুল ইসলাম বলেন, সরকারী বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন সময় গ্রাহকরা অভিযোগ জানায় তারা দুর্নীতি শিকার হন। এই দুর্নীতিকে প্রতিরোধ করতেই আমরা এই গণশুনানি আয়োজন করেছি।

গণশুনানি উপজেলার ভুমি, বিদ্যুৎ, শিক্ষা সহ বিভিন্ন দপ্তরের থেকে দুর্নীতি শিকার প্রায় ৬০ জন গ্রাহকের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপস্থিত ২৩ জন গ্রাহকের রায় শোনানো হয়।  এর ভেতর কয়েকজনের অভিযোগের কোনো সত্যতা পায়নি দুদক।  

অনুষ্ঠানে জেলা প্রশাসক মঈউনুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার, ময়মনসিংহ বিভাগীয় পরিচালক কামরুল আহসান, জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস, এএসপি সাইদুর রহমান, স্থানীয় রাজনৈতিক নেতারা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১