বাংলাদেশের খবর

আপডেট : ২৫ জুন ২০১৯

ঈশ্বরদীতে জেন্ডার অ্যাকশন প্ল্যান বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা


জেন্ডার অ্যাকশন প্ল্যান (গ্যাপ) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ঈশ্বরদী পৌরসভায় মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের অধীনে এই কর্মশালার আয়োজন করা হয়।

পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) ৩৫ জন সদস্য অংশ নেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিউিনিটি ডেভেলপমেন্ট সহযোগী চঞ্চল হোসেন।

কর্মশালায় সচেতনা বিষয়ে প্রশিক্ষণ দেন নারী কাউন্সিলর ফিরোজা বেগম এবং নারী ও শিশু বিষযক স্থায়ী কমিটির নূর মো. মাসুদুল আলম। প্রকল্পের বগুড়া অফিসের আঞ্চলিক সমন্বয়কারী বিপ্রজিত মণ্ডল কর্মশালা পর্যবেক্ষণ করেন।

বিভিন্ন পর্বে আলোচনায় অংশগ্রহণ করেন পৌর সচিব জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী আব্দুল আউয়াল, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন, টিএলসিসি’র সদস্য আরিফুল হাসান, কাউন্সির সাঈদ হাসান শিমুল, আমিরুল ইসলাম, ফরিদা বেগম, রহিমা খাতুন, বস্তি উন্নয়ন কমিটির নূরজাহান বেগম, কাজলী রানী প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১