বাংলাদেশের খবর

আপডেট : ২৬ জুন ২০১৯

আষাঢ়েও বৃষ্টির দেখা নেই

উখিয়ায় হাসপাতালে বাড়ছে রোগী, আমন চাষাবাদ ব্যহত


আষাঢ় মাসেও তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় কক্সবাজারের উখিয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হাসপাতাল, বেসরকারি ক্লিনিকে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।এদিকে কৃষি কর্মকর্তা বলছেন, যথাসময়ে বৃষ্টি না হওয়ায় আমনের বিজতলা তৈরি করা সম্ভব হয়নি। এতে হতাশ হয়ে পড়েছেন কৃষকরা।

স্থানীয় বেসরকারি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ঘুরে দেখা যায়, বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর ভীড়। স্বাস্থ্য কেন্দ্রের কর্মচারী, আয়া ও দায়িত্বরত নার্সরা জানালেন, প্রচণ্ড গরমে পানিবাহিত রোগে বয়োবৃদ্ধ ও শিশুরা আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল মন্নান জানান, বহির্বিভাগে গড়ে প্রতিদিন আড়াই থেকে তিনশ রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপজেলা কৃষি কর্মখর্তা শরিফুল ইসলাম জানান, কৃষকেরা জমিতে আমন চারা রোপন করত সেই সময়ে বিজতলা তৈরি করতে পারে নাই পানির অভাবে। অনেকেই জমির পরিচর্যাও করতে পারেনি।  তবে একটু দেরীতে বৃষ্টি হলেও আমন উৎপাদনের তেমন কোনো ক্ষতি হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১