বাংলাদেশের খবর

আপডেট : ২৬ জুন ২০১৯

ভারতকে যোশির হুশিয়ারি

সুনীল যোশী ফাইল ছবি


বিশ্বকাপে স্পিনারদের পারফরম্যান্সে যারপরনাই খুশি টাইগারদের বোলিং কোচ সুনিল যোশি। বোলারদের নিয়ে স্তুতি ঝরল সাবেক এই ভারতীয় স্পিনারের মুখে, ‘একজন স্পিন কোচ হিসেবে আমি এর চেয়ে বেশি চাইতে পারি না। সন্দেহাতীতভাবে সাকিব একজন কিংবদন্তি। এটা অনেক বড় গর্বের বিষয় যে, বাংলাদেশে সাকিবের মতো একজন খেলোয়াড় আছে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিন বিভাগেই সে ধারাবাহিক।’ তবে যাদব-চাহালদের মোকাবিলা করতে বাংলাদেশের ব্যাটসম্যানদের খুব একটা কষ্ট হওয়ার কথা না বলে মনে করেন ভারতের হয়ে ৬৯টি ওয়ানডে খেলা যোশি। তিনি বলেন, ‘আমরা সবাই জানি তারা ভালো স্পিন করে। কিন্তু আমরা আফগানিস্তানের বিপক্ষেও দারুণ স্পিন বোলিং সফলতার সঙ্গে সামলেছি। সবচেয়ে বড় কথা সাদা বলের ক্রিকেটে আমরা আমাদের যোগ্যতার প্রমাণ ইতোমধ্যে দিয়েছি। বিশ্বকাপ শুরুর আগে আমরা দেখিয়েছে আমরা কত ভালো দল। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জিতেছি, ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে এবং তাদের মাঠেও হারিয়েছি। এ ছাড়াও শেষ ৩ বছরে ভারতকে আমরা বেশ কয়েকবার হারানোর কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম।’

ভারতের স্পিনারদের তুলনায় সাকিব-মিরাজও কম যায় না তাও বলেন যোশি, ‘ভারতের মতো আমাদেরও মানসম্পন্ন স্পিনার রয়েছে। তাদের আপনি কীভাবে মোকাবিলা করবেন? তারা যেমন দারুণ বোলিং করবে, আবার সেরকম দারুণ বল মোকাবেলাও করবে। প্রত্যেকটি দলেরই শক্তি এবং দুর্বলতার জায়গা আছে। আমি ভারত দলকে তো খুব কাছ থেকেই দেখেছি। আমি জানি তাদের বিপক্ষে কোথায় বল করতে হবে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১