বাংলাদেশের খবর

আপডেট : ২৬ জুন ২০১৯

টিরিগিরি টক্কা


ছোট্ট মেয়ে সূর্যমুখী, কোনো সাধারণ মেয়ে নয়। ও একজন অসাধারণ খুদে বিজ্ঞানী। এক রাতে, দূর মহাকাশ থেকে এক এলিয়েন আসে তার সামনে আর সবকিছু বদলে যায়। মানুষের যথেচ্ছ ব্যবহার ও স্বেচ্ছাচারিতার ফলে পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। পৃথিবীকে এই ধ্বংসের হাত থেকে রক্ষা করতেই এলিয়েনটির আগমন। তার নাম টিরিগিরি টক্কা। আর সে এই কাজে সূর্যমুখীকে তার সাহায্যকারী হিসেবে বেছে নিয়েছে।

এভাবেই গল্পের রোমাঞ্চ শুরু। টিরিগিরি টক্কা একটি আকর্ষণীয় ও রোমাঞ্চকর শিশুতোষ ধারাবাহিক নাটক। মজার মজার ঘটনাগুলোর মধ্য দিয়ে পৃথিবীকে রক্ষার ক্ষুদ্র প্রচেষ্টাগুলো তুলে ধরা হয়েছে, যা শিশুদের কে শেখাবে কীভাবে ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা পৃথিবীকে সুন্দর ও বসবাসযোগ্য রাখতে পারি।

ধারাবাহিক এই নাটকটিতে অভিনয় করেছেন- আদনান ফারুক হিল্লোল, শামিমা তুষ্টি, নদী, তুর্য, ইরা, সুজাত শিমুল, ফখরুজ্জামান চৌধুরী, ঝুমু মজুমদার, নিলা ইসরাফিল, নিথর মাহবুব। এটি রচনা করেছেন এস আসলাম লিটন ও পরিচালনা করেছেন তৌহিদ বিপ্লব খান। ধারাবাহিক নাটকটি প্রচার হবে রবি থেকে বৃহস্পতি, সকাল ৯টা ৩০ মিনিটে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১