বাংলাদেশের খবর

আপডেট : ২৬ জুন ২০১৯

গলাচিপায় মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী র‍্যালি-আলোচনা সভা


'মাদককে না বলি এবং মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার প্রতিরোধে সচেষ্ট হই'- এমন স্লোগানে পটুয়াখালির গলাচিপায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস। দিবসটি উপলক্ষে আজ বুধবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ্।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক বাবু সমিত কুমার দত্ত মলয় ও গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা মাদক পাচার ও মাদকের অপব্যবহার রোধকল্পে সমাজের সকল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং মাদক ও পাচারকারীদের চিহ্নিত করে সমাজ থেকে মাদকের ভয়াবহতা থেকে উত্তরণের বিষয়ে বিভিন্ন প্রস্তাব দেন।  


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১