বাংলাদেশের খবর

আপডেট : ২৯ জুন ২০১৯

বিশ্বনাথে রাস্তার পাশ থেকে শর্টগান উদ্ধার

সিলেটের বিশ্বনাথে ডাকাত পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনায় মর্টগান উদ্ধার করলো পুলিশ ছবি : বাংলাদেশের খবর


সিলেটের বিশ্বনাথে পুলিশের সাথে ডাকাত দলের গোলাগুলির ঘটনায় ডাকাত দলের পেলে যাওয়া একটি আগ্নেয়াস্ত্র (শর্টগান) উদ্ধার করলো বিশ্বনাথ থানা পুলিশ।

আজ শনিবার দুপুরে উপজেলার প্রীতিগঞ্জ বাজারের মঙ্গলগিরি গ্রামের সড়কের পাশে থেকে এ শর্টগানটি উদ্ধার করে থানা পুলিশ।

জানাগেছে, শনিবার সকালে স্থানীয় একটি শিশু রাস্তার পাশে এ শর্টগানটি দেখে সবাইকে বলে। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দেন। দুপুরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকদের নিয়ে এ অস্ত্রটি উদ্ধার করা হয়। এসময় সহকারী পুলিশ কমিশনার সার্কেল (ওসমানীনগর) সাইফুল ইসলাম, থানার ওসি শামসুদ্দোহা পিপিএম, ওসি তদন্ত দুলাল আকন্দ। এ ঘটনায় আরো অস্ত্র থাকতে পারে বলে ধারনা করছে পুলিশ।

উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাতে খাজাঞ্চি ইউনিয়নরে একটি প্রবাসীর বাড়িতে ডাকাতির জন্য ১০/১২জনের ডাকাতদলে প্রস্তূতির খবর পেয়ে একদল পুলিশ সেখানে গিয়ে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি ছোড়ে এক ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। তবে পুলিশ ডাকাতের গোলাগুলিতে থানার তিন দারোগা, দুই কনস্টেবল ও এক ডাকাত আহত হয়। এসময় বাকি ডাকাতরা পালিয়ে গেলেও পুলিশের হাতে আহত অবস্থায় আকুল ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। সেই সাথে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ডাকাতির নানা সরঞ্জাম। এ ঘটনায় বুধবার অস্ত্র ও ডাকাতির প্রস্তূতি আইনে ১১জনকে আসামি করে পুলিশ বাদি হয়ে দুটি মামলা দায়ের করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১