বাংলাদেশের খবর

আপডেট : ০২ জুলাই ২০১৯

বগুড়া পৌর কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

শতভাগ বেতন-ভাতা প্রদান সহ পেনশন প্রাথা চালুর দাবিতে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখা শহরের সাতমাথায় অবস্থান কর্মসূচী পালন করে ছবি : বাংলাদেশের খবর


বগুড়ায় পৌরসভার কর্মচারী কর্মকর্তারা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি চলাকালে পৌরসভার সকল সেবা প্রদান বন্ধ থাকে। এছাড়া সকাল ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা সড়ক বাতি এবং অন্যান্য নাগরিক সেবা প্রদান বন্ধ থাকবে বলে ঘোষণা দেয়া হয়। পৌরসভার জনপ্রতিনিধিসহ কর্মকর্তা কর্মচারীদের সম্মানী ভাতা ও বেতন ভাতা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদান ও পেনশন ভাতা চালুর দাবিতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে পৌরসভা সার্ভিস এসোসিয়েশন এই কর্মসূচী পালন করে।

শহরের সাতমাথায় অবস্থান ধর্মঘট চলাকালে বক্তারা তাদের দাবির প্রতি সমর্থন আহবান করে দাবির যৌক্তিকতা তুলে ধরে বলেন, এটা তাদের ন্যায্য দাবি। কর্মসুচীতে বগুড়ার ১২টি পৌরসভার কর্মচারী কর্মকর্তা নেতৃবৃন্দ সহ সংশ্লিস্টরা অংশ নেন। অবস্থান কর্মসুচী চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পৌরসভা সর্ভিস এসোসিয়েশন বগুড়া শাখার সভাপতি মামুনুর রশিদ। বক্তব্য রাখেন এসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক আল মেহেদী হাসান, জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ন কবির, বগুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, জীবন কৃষ্ণ যাদব, মোঃ শাজাহান আলম, শাহিন মাহমুদ প্রমুখ।

বক্তারা কেন্দ্র ঘোষিত সকল কর্মসুচী সফল করার আহবান জানিয়ে বলেন, ৩ জুলাই সকাল ৬ টা পর্যন্ত সড়ক বাতি ও নাগরিক অন্য সেবা আন্দোলনের অংশ হিসাবে বন্ধ থাকবে। সমাবেশ থেকে সরকারী কোষাগার থেকে স্থানীয় সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের মতো সারাদেশের পৌরসভার কর্মচারীদের বেতন ভাতা ও পেনশন দেয়ার দাবি জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১