বাংলাদেশের খবর

আপডেট : ০৪ জুলাই ২০১৯

জাবিতে দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে প্রশাসন।

গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা আক্তারকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে বলেও সিদ্ধান্ত হয় সভায়।

এর আগে দুপুরে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে সাংবাদিক-পুলিশসহ আহত হন অন্তত ২৫ জন।

খোঁজ নিয়ে জানা যায়, বেলা ৩ টার দিকে মওলানা ভাসানী ও বঙ্গবন্ধু হলের দুই শিক্ষার্থীর মধ্যে ধাক্কা লাগে। পরে বাকবিতণ্ডা একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই হলের শিক্ষার্থীরা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস। ঘটে গুলির ঘটনাও।

এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। পরে ঘটনাস্থলে আসে পুলিশ। টিয়ারশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১