বাংলাদেশের খবর

আপডেট : ০৮ জুলাই ২০১৯

২২০০ কেজি পলিথিন জব্ধ

সোনারগাঁওয়ে অবৈধ পলিথিন কারখানায় অভিযান

সোনারগাঁওয়ে অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে ২২’শ কেজি পলিথিন জব্দ করা হয়। ছবি : বাংলাদেশের খবর


নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবৈধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানায় অভিযান চালানো হয়েছে। এসময় একটি  প্রতিষ্ঠান বন্ধ ও ৫০ হাজার টাকা নগদ অর্থ দণ্ড প্রদান করা হয়।

আজ সোমবার পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ছোট কোরবানপুর গ্রামে সোনারগাঁও উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব অঞ্জন কুমার সরকার এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এসময়  ২২০০ কেজি অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। শাফায়াত এন্টারপ্রাইজ নামক অবৈধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানাটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। তাছাড়া প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা নগদ অর্থ দণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিক আদায় করা হয়।

এসময উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ সাঈদ আনোয়ার ও র‌্যাব ১১ এর এএসপি মোস্তাফিজুর রহমান।

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মইনুল হক মোবাইল কোর্টের প্রসিকিউশন প্রদাণ করেন। এসময় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ভবিষ্যতেও এরকম ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকার আশ্বাস প্রদাণ করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১