বাংলাদেশের খবর

আপডেট : ০৮ জুলাই ২০১৯

ইয়াবা পাচারের দায়ে রোহিঙ্গা যুবকেকে ১০ বছর কারাদণ্ড

ইয়াবা পাচারের দায়ে রোহিঙ্গা যুবকেকে ১০ বছর কারাদণ্ড প্রতীকী ছবি


ইয়াবা পাচার মামলায় রহমত উল্লাহ নামে এক রোহিঙ্গা যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন কক্সবাজারের একটি আদালত। এ সময় তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আজ সোমবার (৮ জুলাই) দুপুরে কক্সবাজার যুগ্ম জেলা ও দায়রা জজ (২য়) আদালতের বিচারক মাহমুদুল হাসান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত রহমত উল্লাহ মিয়ানমারের মংডুর জলিল আহমদের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালে টেকনাফ সদরের নাফ নদীর মোহনা থেকে রহমত উল্লাহকে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক করে বিজিবি। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ বিচারক আজ এ রায় ঘোষণা করেন।

কক্সবাজার যুগ্ম জেলা ও দায়রা জজ (২য়) আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১