বাংলাদেশের খবর

আপডেট : ০৯ জুলাই ২০১৯

সিরাজগঞ্জে ১০৩ টাকায় পুলিশের চাকরি হলো ১৭৯ জনের


মাত্র ১০৩ টাকায় ১৭৯ জনের পুলিশের চাকরি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার টুটুল চক্রবর্তী।  মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জ পুলিশ লাইন্স ড্রিলশেড হলরুমে পুলিশ সুপার টুটুল চক্রবর্তী মেধা তালিকায় উর্ত্তীণ ট্রেইনি রিকরুড কনস্টেবল (টিআরসি) ১৭৯ জনের নাম ঘোষণা করেন। এ সময় বিনাঘুষে মাত্র ১০৩ টাকা খরচে পুলিশে চাকুরি পাওয়ায় প্রার্থীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। অনেককে আনন্দে কাঁদতে দেখা যায়।  চাকরি প্রাপ্তদের মধ্যে রিক্সা চালক, কৃষক, দিনমজুর, রাজমিস্ত্রী, অটোরিক্সা চালক ও তরকারি বিক্রেতার ছেলে-মেয়ে রয়েছে। 

জানা যায়, এ বছর পুলিশ ১৭৯ জন পুলিশ কনস্টেবলের বিপরীতে জেলার ৩ হাজার ৫০০ ছেলে-মেয়ে অংশ নেয়। এদের মধ্য থেকে ১৫০৩জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়। লিখিত পরীক্ষায় ৩০৮ জন উত্তীর্ণ হলে তাদের মৌখিক পরীক্ষায় ডাকা হয়। মৌখিক ও মনস্তাস্বিক পরীক্ষা শেষে ১৩৬ জন পুরুষ ও ৪৩জন নারীকে চুড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। 

চুড়ান্তভাবে নির্বাচিত কনস্টেবল দমদমা গ্রামের শিউলী জানান, আমার কল্পনাতেই ছিল না আমি চাকুরি পাবো। এটা আমার পরিবারের প্রথম সরকারি চাকরি হলো। আমার পরিবার অত্যন্ত খুশি। আমিও খুমি। 

সলঙ্গার জগজীবনপুর গ্রামের রাকিবুল হাসান জানান, বাবা রাজ মিস্ত্রী। আমিও মাঝে-মাঝে রাজ মিস্ত্রির কাজ করতাম। আমার বিশ্বাস ছিল মেধা অনুযায়ী চাকুরি হলে আমি পাবো। আমার বিশ্বাস এখন সত্যে পরিণত হয়েছে।  

সিরাজগঞ্জের পুুলিশ সুপার টুটুল চক্রবর্তী জানান, সরকারি চাকরি নিতে ঘুষ লাগে এটা প্রচলিত।  বিশেষ করে পুলিশের ক্ষেত্রে আরো ডিমান্ডেট ছিল। কিন্তু এবার আমরা শতভাগ স্বচ্ছতার মধ্যদিয়ে মেধাবীদের চাকরি প্রদান করতে সক্ষম হয়েছি। নিয়োগের আগে জেলার প্রতিটি উপজেলায় মাইকিং ও লিফলেটের মাধ্যমে প্রতারক বা দালাল থেকে বিরত থাকতে বলা হয়েছে। যে কারণে সিরাজগঞ্জের চাকুরি প্রার্থীর অভিভাবকরা সতর্কতা অবলম্বন করেছে। অভিভাবকদের আন্তরিক সহযোগিতায় মাত্র ১০০ টাকায় ব্যাংক ড্রাফট ও ৩ টাকার ফরমের খরচের বিনিময়ে এবার মেধাবী পুলিশে স্থান পেয়েছে। চাকরী পাওয়া প্রার্থীরা গর্ব করে বলতে পারবে তারা বিনা টাকায় মেধা ও যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছে। এ সময় তিনি নতুন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে  সততা ও নিষ্ঠার মাধ্যমে ভবিষ্যতে দেশ ও জাতির সেবা করার আহবান জানান। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১