বাংলাদেশের খবর

আপডেট : ১০ জুলাই ২০১৯

চিতলমারীতে ভ্রাম্যমান আদালতে যুবকের সাজা

চিতলমরীতে ইভটিজিংয়ের অপরাধে ভ্রাম্যমান আদালতে যুবকের শাস্তি ছবি : বাংলাদেশের খবর


বাগেরহাটের চিতলমারীতে অনুমতি ছাড়া কলেজ ছাত্রীর ছবি তোলার অপরাধে এক যুবককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম এই রায় দেন। এসময় যুবকের ছবি তোলা মোবাইল ফোনটিও ভেঙ্গে ফেলা হয়। দণ্ড

প্রাপ্ত ইজিবাইক চালক রমজান আলীর (১৯) কচুয়া উপজেলার ধোপাখালী গ্রামের বজলু কাজীর ছেলে।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম বলেন, মেয়েদের সুরক্ষার ব্যাপারে সরকার অঙ্গীকারাবদ্ধ। আইন অনুযায়ী যে কোন কারো অনুমতি ব্যতিরেকে ছবি তোলা নিষেধ। তাই আইনকে সমুন্নত রাখতে ওই যুবককে শাস্তি দেয়া হয়েছে।

চিতলমারী থানার পরিদর্শক মোঃ ইকরাম হোসেন বলেন, চিতলমারী সরকারী বঙ্গবন্ধু মহিলা কলেজের দুই ছাত্রীকে কলেজের সামনে হতে ইজিবাইকে চড়িয়ে যাত্রাপথে ছবি তোলে। বিষয়টি বুঝতে পেরে মেয়েরা থানায় জানায়। তাৎক্ষনিকভাবে রমজান আলীকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়।

চিতলমারী সরকারী বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ বাবুল মিয়া জানান, তাৎক্ষণিকভাবে এই সাজার ফলে ইভটিজাররা ভয় পাবে। এটা অত্যান্ত ইতিবাচক পদক্ষেপ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১