বাংলাদেশের খবর

আপডেট : ১২ জুলাই ২০১৯

পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় আহত ৪

# থানায় মামলা # আটক ৪

প্রতিপক্ষের হামলায় আহত আনোয়ার, সালাম, রহমান ও হাবিবুর ছবি : বাংলাদেশের খবর


পাইকগাছায় জায়গা-জমি ও যাতায়াতের পথ নিয়ে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৪জন গুরুতর আহত হয়েছে।

শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার আলমতলা গ্রামে বসত বাড়ী নির্মাণকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন : আনোয়ার গাজী (৬০), ছেলে রহমান গাজী (৩০), হাবিবুর রহমান (২০), চাচাতো ভাই সালাম গাজী (৩৭)।

আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ৪জনকে আটক করেছে।

থানাপুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার আলমতলা গ্রামের মৃত আছের আলী গাজীর ছেলে আনোয়ার গাজী গংদের সাথে একই এলাকার আমজাদ কাগজীর ছেলে হান্নান কাগজী গংদের সাথে বসত বাড়ীর জায়গা জমি ও যাতায়াতের পথ নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধকে কেন্দ্র করে ঘটনার দিন শুক্রবার সকাল ৭টার দিকে আনোয়ার গংরা বসত বাড়ী নির্মাণের লক্ষে কাজ করছিল। এ সময় প্রতিপক্ষ হান্নান কাগজী ও তার লোকজন বসত বাড়ীতে প্রবেশ করে আনোয়ার গংদের উপর অতর্কিত হামলা করে ৪জনকে জখম করে।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এদিকে, এ ঘটনায় মৃত বাসারত গাজীর ছেলে জামাত আলী গাজী বাদী হয়ে প্রতিপক্ষ হান্নান কাগজী, লিটন কাগজী, আমজাদ কাগজী ও বোরহান কাগজী সহ ৪জনের নাম উল্লেখ ও ৫/৭জনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা করে।

মামলার তদন্ত কর্মকর্তা এস,আই মিন্টু মিয়া জানান, এ ঘটনায় হান্নান, লিটন, আমজাদ ও বোরহানকে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে ওসি (তদন্ত) রহমত আলী জানিয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১