বাংলাদেশের খবর

আপডেট : ১৩ জুলাই ২০১৯

পদ্মা সেতু নিয়ে গুজব, গ্রেপ্তার ৪


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা ও রক্ত লাগবে’ এমন গুজব ছড়ানোর অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।

গতকাল শুক্রবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান ভূঁইয়া।

এএসপি মিজানুর রহমান ভূঁইয়া বলেন, পদ্মা সেতু নির্মাণ নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে দেশের বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শহীদুল ইসলাম (২৫) নামে এক তরুণকে নড়াইল থেকে র্যাব-৬, আরমান হোসাইনকে (২০) চট্টগ্রাম থেকে র্যাব-৭, ফারুককে (৫০) মৌলভীবাজার থেকে র্যাব-১১-এর সদস্যরা গ্রেপ্তার করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১