বাংলাদেশের খবর

আপডেট : ১৪ জুলাই ২০১৯

সোজাসাপ্টা মনিরা মিঠু


চলচ্চিত্রের অনেক শিল্পীর বিরুদ্ধে শোনা যায় তারা দেরি করে শুটিংয়ে আসেন। এতে প্রযোজকের অতিরিক্ত টাকা খরচ হয়। গত শুক্রবার ‘আদম’ চলচ্চিত্রের মহরতে এমন অভিযোগ করলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

সেখানে উপস্থিত ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। তিনি এ চলচ্চিত্রে অভিনয় করছেন বিধায় মহরতে হাজির ছিলেন। নির্মাতা গুলজারের এমন কথায় মনিরা মিঠু বলেন, ‘নাটকের শিল্পীরা শিডিউল ফাঁসায় না। তারা সকাল ৮ কিংবা ৯টায় সেটে আসে। রাত ২টা পর্যন্ত কাজ করেন।’

চলচ্চিত্রের শিল্পীদের নিয়ে শিডিউল ফাঁসানোর কথা শোনা গেলেও নাটকের শিল্পীরা এটা করেন না বলে জানান এই অভিনেত্রী।

নিজের উদাহরণ টেনে মনিরা মিঠু বলেন, ‘১০৪ ডিগ্রি জ্বর নিয়েও আমি এফডিসিতে একটি রান্নার অনুষ্ঠানের শুটিং করেছি। শরীর এত খারাপ থাকার পরও একদিনও শুটিংয়ে দেরি করে আসিনি। শুধু আমি নই, নাটকে যারা কাজ করেন তারা প্রত্যেকেই এমন। কেউ শিডিউল দিয়ে ফাঁসায় না, দেরি করে সেটে আসার প্রশ্নই আসে না।’

মহরতে উপস্থিত থেকে মনিরা মিঠু জানান, তিনি ‘আদম’ চলচ্চিত্রে একজন সৎ মায়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। বললেন, ‘এ ধরনের চরিত্রে কাজ করতে চাইনি। কিন্তু পরিচালক নাছোড়বান্দা। যতবার তাকে ফিরিয়ে দিয়েছি ততবার সে বলেছে আমাকে নাকি লাগবেই। পরে চিত্রনাট্য পরিবর্তন করে কাজটি করতে রাজি হয়েছি।’

২৬ জুলাই থেকে আদমের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ইয়াশ রোহান, ঐশী, রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, মুনিরা মিঠু, অ্যালেন শুভ্র, আফফান মিতুল, হূদ্য। চলচ্চিত্রটি নির্মাণ করতে যাচ্ছেন আবু তাওহীন হিরণ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১