বাংলাদেশের খবর

আপডেট : ১৪ জুলাই ২০১৯

কাজ না করেই প্রকল্পের টাকা উত্তোলন


কোটালীপাড়ায় জুন ক্লোজিংয়ের অজুহাতে চার প্রকল্পের উন্নয়ন কাজ না করেই অর্থ উত্তোলনের অভিযোগ উঠেছে। মৎস্য বিভাগের ৩ ও প্রাণিসম্পদ বিভাগের একটি প্রকল্প থেকে ৩০ জুনের আগেই এ অর্থ উত্তোলন করা হয়। ফলে চলতি মাসের ১৩ দিন অতিবাহিত হলেও এসব প্রকল্পের কাজ এখনো শুরু হয়নি।

জানা গেছে, গত অর্থবছরে জুনের মাঝামাঝি সময় বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় পিঞ্জুরী ইউপির ফুলবাড়ী গ্রামের চাইটখালী খালে মৎস্য অভয়াশ্রম নির্মাণ, সাদুল্লাহপুর ইউপির লাটেঙ্গা বিলে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত, আমতলী ইউপির সিকির বাজার মৎস্য অভয়াশ্রম সংস্কার, সোনাখালী তারাইল গ্রামে গরু মোটাতাজাকরণ ও ক্ষুরারোগে ভেক্সিনেশন ক্যাম্পেইন প্রকল্প গ্রহণ করা হয়। প্রতিটি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২ লাখ টাকা।

সিকির বাজারের বাসিন্দা বিপ্লব চক্রবর্ত্তী বলেন, স্থানীয় মৎস্য অভয়াশ্রমের সভাপতি করার পর প্রকল্প এলাকায় বাঁশসহ মালামাল নিয়েছি। এ অভয়াশ্রমের সংস্কার কাজ শুরু করেই ২/১ দিনের মধ্যে শেষ করে ফেলব।

আমতলী ইউপি চেয়ারম্যান হান্নান শেখ বলেন, এ ইউনিয়নের অভয়াশ্রম প্রকল্প সম্পর্কে কিছুই জানি না। এ চারটি প্রকল্পে উপজেলা পরিষদের সভায় আমিসহ ১৩ জন সদস্য স্বাক্ষর করেনি। সদস্যদের স্বাক্ষর ছাড়া কীভাবে প্রকল্প পাস হলো, তা বোধগম্য নয়।

ইউএনও এস এম মাহফুজুর রহমান টাকা উত্তোলনের কথা স্বীকার করে বলেন, কোন প্রকল্পের কাজ শেষ ও কোনটা চলমান রয়েছে বলে আমাকে জানানো হয়েছে। টাকা উত্তোলনের জন্য পৃথক কমিটি রয়েছে। তারাই এ টাকা উত্তোলন করেছেন।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১