বাংলাদেশের খবর

আপডেট : ১৫ জুলাই ২০১৯

সাকিব নন, টুর্নামেন্ট সেরা উইলিয়ামসন


এবারের আগে বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হতো পয়েন্টের বিবেচনায়। আর এ কারণে ফাইনালের আগেই বোঝা যেত, কে হচ্ছেন সেরা খেলোয়াড়। কিন্তু ইংল্যান্ড বিশ্বকাপে সে নিয়ম ছিল না। এবার বিচারক প্যানেল চূড়ান্ত করেন সেরা খেলোয়াড়ের নাম। যে প্যানেলে ছিলেন তিন জন ব্রডকাস্টার, একজন করে সাংবাদিক ও আইসিসির প্রতিনিধি। তারাই ঐতিহাসিক লর্ডসে গতকাল ফাইনাল শেষে নানা বিবেচনায় টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে নির্বাচিত করেন।

নিউজিল্যান্ড দলকে প্রায় এককভাবে নৈপুণ্যের পসরা সাজিয়ে ফাইনালে তোলেন এই উইলিয়ামসন। যার পুরস্কার পেলেন এবারের আসর শেষে। দারুণ ব্যাটিং করে কেন উইলিয়ামসন ৯ ম্যাচে করেছেন ৫৭৮ রান। মাঠে নেতৃত্ব দিয়েছেন তিনি দেখার মতো।

মাত্র ৮ ইনিংস খেলে এবার ৮৬.৫৬ গড়ে ৯৬.০৩ স্ট্রাইক রেটে ৬০৬ রান করেছেন সাকিব। বল হাতে উইকেট ১১টি। বিশ্বকাপের ৪৪ বছরের ইতিহাসে সেরা অলরাউন্ড পারফরম্যান্সের নজিরও গড়েছেন তিনি। আগে কখনো এক আসরে ১০টি উইকেটের পাশে ৪০০ রানও ছিল না কারো। তবে বাংলাদেশ সেমিফাইনালে উঠতে না পারাটা সাকিবের জন্য ছিল মাইনাস পয়েন্ট। তাই বিচারকদের চোখে সেরা হলেন বিশ্বকাপ রানার্সআপ দলের অধিনায়ক উইলিয়ামসন।

সেরার আরেক প্রতিদ্বন্দ্বী ভারতের রোহিত শর্মা ৬৪৮ রান করেন। অপর সম্ভাব্য সেরা খেলোয়াড় অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের রান ৬৪৭। এছাড়া সেরার অপর দাবিদার অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ২৭টি উইকেট নেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১