বাংলাদেশের খবর

আপডেট : ১৫ জুলাই ২০১৯

বিচারকের সামনেই আসামিকে ছুরিকাঘাতে হত্যা


কুমিল্লার আদালতে এজলাসে বিচারকের সামনেই এক আসামী অপর আসামীকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর ১২ টায় কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিচারক বেগম ফাতেমা ফেরদৌসের সামনেই এ ঘটনা ঘটে। নিহত ও ঘাতক মামাতো ফুফাতো ভাই এবং দুজনই একটি হত্যা মামলার আসামী।

কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, দুপুর ১২ টায় দায়রা জজ ৩য় আদালতে জেলার মনোহরগঞ্জের একটি হত্যা মামলার শুনানী চলাকালে আসামী হাসান অপর আসামী ফারুককে ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় ফারুককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আদালত প্রাঙ্গনে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিহত ফারুক কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার অহিদ উল্লাহর ছেলে। ঘাতক হাসানের বাড়িও একই এলাকায়। ঘটনার পর হাসানকে আটক করা হয়েছে।

পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, পুলিশি পাহারার মধ্যেও আসামির ছুরি নিয়ে আদালতে প্রবেশের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১